হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী
নাফসের হিসাব।
لَيْسَ مِنَّا مَنْ لَمْ يحاسِبْ نَفْسَهُ فِي كُلِّ يومٍ
فَإِنْ عَمِلَ حَسَنا إسْتَزادَ اللّهَ، وَ إنْ عَمِلَ سَیئا اسْتَغْفَرَ اللّهَ وَ تابَ اِلَیهِ
"সে আমাদের শিয়াদের মধ্যে অন্তর্ভুক্ত নয়, যে প্রতিদিন নিজের নাফসের হিসাব না করে, যাতে সে যদি তার আমলের মধ্যে কোন ঘাটতি পায় তবে তাতে বৃদ্ধি করতে পারে এবং সে যদি তার মধ্যে কোনও ভুলত্রুটি দেখতে পায় তবে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে।"
অসায়েলুশ শিয়া খন্ড ১৬ পৃষ্ঠা ৯৫..